কেশবপুর উপজেলার পটভূমিঃ যশোর জেলার কেশবপুর ০৯ টি ইউনিয়ন নিয়ে ১৯৮২ সালের ১৫ ই ডিসেম্বর প্রতিষ্ঠা হয়।
কেশবপুর উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৪৮'এবং ২২°৫৭'এর মধ্যে ৮৯°০৭' এবং ৮৯°২২ পূর্ব 'দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে মনিরামপুর উপজেলা, দক্ষিণে তালা উপজেলা, পশ্চিমে কলারোয়া উপজেলা, পূর্বে ডুমুরিয়া উপজেলা।
এ উপজেলার নামকরণ নিয়ে সঠিক কোন তথ্য জানা নাই। তবে জনশ্রুতি আছে যে কেশব চন্দ্র নামে একজন জমিদার অত্র এলাকায় বাস করতেন। তারই নাম অনুসারে অত্র উপজেরার নামকরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS