যশের জেলার একটি ঐতিহ্যবাহিী উপজেলা হলো কেশবপুর উপজেলা। এখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। এছাড়াও অনেক কবি সাহিত্যিক এ উপজেলায় জন্মগ্রহণ করেছেন। ভৌগলিক অবস্থান নিম্নরুপ:
কেশবপুর উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২২°৪৮' এবং ২২°৫৭' উত্তর অক্ষাংশ এর মধ্যে ৮৯°০৭' এবং ৮৯°২২' পূর্ব দ্দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে মনিরামপুর উপজেলা, দক্ষিণাংশে তালা উপজেলা, পশ্চিমে কলারোয়া উপজেলা, পূর্বে ডুমুরিয়া ও মনিরামপুর এবং ডুমুরিয়া উপজেলা।যশোর থেকে ৩৬ কি:মি: দুরত্ব। এখান থেকে বিভাগীয় শহর খুলনা এবং সাতক্ষীরায় যাতাযাথ সহজ। কেশবপুর-চুকনগর-খুলনা আবার কেশবপুর-চুকনগর-সাতক্ষীরা যাওয়া আসা করা যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS