পাজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে অবস্থান
কেশবপুর থেকে পাজিয়া হয়ে ৮ কি:মি দূরে ডোঙ্গাঘাটা গ্রামের তার বাড়িটি সাহিত্য প্রেমীদের আজও আকর্ষণ করে।
0
কথাশিল্পী মনোজ বসু ১৯০১ সালে ২৫ জুলাই কেশবপুরের ডোঙ্গাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কাব্যগ্রস্থ: বঙ্গলক্ষী, বিচিত্রা, উপন্যাস: নিশিকুটুম্ব, ভুলিনাই, সৈনিক, বাশেরকেল্লা: গল্প: বনমর্মর, নরবাধ: ভ্রমন কাহিনী : চীন দেখে এলাম, নূতন ইউরোপ নূতন মানুষ সোভিয়েতের দেশে: নাটক:নূতন প্রভাত, বিপর্যয়, রাখিবন্ধন শেষ লগ্ন উল্রেখযোগ্য। তিনি সাহিত্য একামেডী পুরস্কার শরৎচন্দ্র পুরস্কার, মতিলাল ঘোষ পুরস্কার পেয়েছিলেন। কেশবপুরের কৃতিসন্তান সুসাহিত্যিক মনোজ বসু ১৯৮৭ সালে ২৭ ডিসেম্বর মৃত্যবরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস