ভরত ভায়না, কেশবপুর, যশোর
কেশবপুর থেকে চুকনগর হয়ে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ । এখান থেকে কাশিমপুর গ্রাম হয়ে ভরতে দেউলে যাওয়া যায়।
0
কেশবপুর উপজেলা সদর হতে উনিশ কি:মি দক্ষিন পূব দিকে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্হিত । ১২.২০মিটার উচু, ২৬৬ মিটার পরিধি বিশিষ্ট দেউলটিকে একটি টিলার মত দেখায় । স্হানীয় ভাবে এর নাম ভরত রাজা দেউল বলা হয়। দেউলটি গুপ্ত যুগে নির্মিত হয়েছে বলে অনুমান করা হয় । প্রত্নতক্ত বিভাগ ১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত দেউলের খনন কাজ চালায় । এর প্রথম অংশ t আকারে স্থাপনা দ্বিতীয় অংশে একটি মঞ্চ তুতীয় অংশ মুল মন্দির । খনের ফলে দেউলের ভিত থেকে চড়া পর্যন্ত ৯৪ টি কক্ষ দৃষ্ট হয়। স্হাপনটি চার পাশে বর্ধিতাকারে ১২টি কক্ষ বাকি ৮২টি কক্ষ ক্রমান্বয়ে উপরের দিকে উঠে গেছে। দেউলটি চুড়াই ৪ টি কক্ষ এবং পাশ্বে ৮টি কক্ষ রয়েছে। স্হাপনাটির গোড়ায় দিকে চারপাশে ৩ মিটার চওড়া রাস্তা রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস