Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শেখপুরা মসজিদ
স্থান

সাগরদাঁড়ী ইউনিয়নে

কিভাবে যাওয়া যায়

সড়ক পথে- ঢাকা থেকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে যশোর অতিক্রম করে রাজার হাট নামক স্থান হতে সাতক্ষীরা রোডে প্রায় ৩৬ কিঃমিঃ কেশবপুর উপজেলা পরিষদ ।পরিষদ হতে কেশবপুর টু সাগরদাঁড়ী প্রায় ১৬ কি:মি:। সাগরদাড়ী ইউনিয়ন পরিষদে শেখপুরা গ্রাম অবস্থিত।

যোগাযোগ

0

বিস্তারিত

সাগরদাঁড়ী ইউনিয়নের একটি সমৃদ্ধ গ্রাম শেখপুরা। এ গ্রামে মোগল আমলে অনেক ইমারত নির্মিত হয়েছি। এ সকল স্থাপনার মধ্যে শেখপুরা সমজিদটি অন্যতম। ১৯০৪ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনের ৩(৩) ধারা মতে প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৯৭ সালে এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে ও এটি সংস্কার করে। তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি মোগল স্থাপত্যরীতি অনুযায়ী নির্মিত। মসজিদের পূর্ব পার্শ্বের চার পিলারযুক্ত বারান্দাটি সংস্কার করা সম্ভব হয় নি। যার পূর্ব পার্শ্বের চত্বরটি অনুচ্চ এক মিটার পুরু দেয়ালে ঘেরা। এ চত্বরের প্রবেশ পথ দক্ষিণ ও উত্তর দিকে দুটি। মূল স্থাপনাটির দৈর্ঘ্য ২১.৫ মিটার ও প্রস্থ ১৬.৬ মিটার এবং উচ্চতা ১২ মিটার। কেশবপুর হতে ১২ কি:মি: দূরে সাগরদাঁড়ী যাওয়ার পথে, মধু সড়কের পার্শ্বেই এটি দেখে নেয়া যায়।