Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধীরাজ ভট্টাচার্যের বাড়ি
স্থান

পাঁজিয়া, কেশবপুর 

কিভাবে যাওয়া যায়

কেশবপুর হতে ৭কি.মি দুরে পাঁজিয়া গ্রামে অবস্থিত

বিস্তারিত

টেকনাফের মাথিনের কূপকে কেন্দ্র করে ধীরাজ-মাথিনের প্রেম কাহিনী একটি কালজয়ী উপাখ্যান। মাথিনের দারোগা বাবু ধীরাজ ভট্টাচার্য কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামে ১৯০৫ সালে জন্ম গ্রহণ করেন। ১৯২৪ সালে ধীরাজ তাঁর বাবার ইচ্ছেয় পুলিশের চাকরিতে যোগদেন এবং আরাকান হিলস চট্টগ্রাম জোর টেকনাফ থানায় কর্মরত হন। এ সময় তিনি মাথিনের প্রেমে পড়েন। তার এ প্রেম ও পুলিশ বিভাগের চাকরির ঘটনাবলি নিয়ে  লেখা তার বিখ্যাত উপন্যাস যখন পুলিশ ছিলাম। তাঁর পুলিশ জীবনের ইতি ঘটে  চলচ্চিত্র  অভিনয়ে যোগদানের মাধ্যমে । কলকাতায় বসবাস করলে ও জন্মভূমি পঁজিয়া ছিল তার চারণক্ষেএ । সময় সুযোগ পেলেই  তিনি  পাঁজিয়া  আসতেন । দুর্গাপূজোর সময় গ্রামের ছেলেদের সাথে নাটকে অভিনয় করতেন । তিনি দু’শ ছায়াছবিতে এবং পঞ্চাশটির মতো নাটকে অভিনয় করেছেন । যখন নায়ক ছিলাম  তার অপর কালজয়ী উপন্যাস । ১৯৫৯ সালের ৪মার্চ চলচ্চিত্র  শিল্পের নায়ক  ও সাহিত্যিক  ধীরাজ  ভট্টাচার্যের মৃত্যু হয় । কেশবপুর থেকে ৮ কি.মি. পূর্বদিকে পাঁজিয়া গ্রামে তার পূর্ব পুরুষের দ্বিতল  বসতবাড়ি, পাঁজিয়া হাইস্কুল  ও  নাট্যমঞ্চ  ধীরাজের স্মৃতিধন্য ।